দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নিয়ে করা এক মন্তব্য। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে আনার ষড়যন্ত্র চলছে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চলমান বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কে বলেছে, কারা বলেছে, আমার জানা নেই।" তাকে প্রশ্ন করা হয়েছিল, সত্যিই কি শেখ হাসিনার পরিবর্তে বিকল্প নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে?
উত্তরে বাহাউদ্দিন নাছিম বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়েছেন। এখনো তিনি দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বেই দল কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে, তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন।" সেনানিবাস থেকে প্রস্তাব? এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান,
১১ মার্চ দুপুর আড়াইটায় তাকে এবং আরও দুইজনকে সেনানিবাস থেকে যোগাযোগ করে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব গঠনের প্রস্তাব দেওয়া হয়। তিনি দাবি করেন, তাদের কাছে আসন সমঝোতার বিনিময়ে এই পরিকল্পনাকে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। হাসনাত আরও লেখেন, "আমাদের বলা হয়েছে, ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাব শর্তসাপেক্ষে মেনে নিয়েছে। আওয়ামী লীগ পুনর্গঠনের প্রক্রিয়ায় তারা রাজি হয়েছে।" এই বক্তব্যের সত্যতা এখনো যাচাই করা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের তথ্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সরকার ও বিরোধী দলগুলো এ বিষয়ে কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার বিষয়।



















