close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাসানুল হক ইনু ও মেননের রিমান্ড মঞ্জুর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা, সোমবার: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আদালতের প্রাঙ্গণে এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেছেন, "কি আর বলবো, যেই লাউ সেই কদু।" আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম
ঢাকা, সোমবার: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আদালতের প্রাঙ্গণে এক ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেছেন, "কি আর বলবো, যেই লাউ সেই কদু।" আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কোন পক্ষে, তখন উত্তর দেন, "আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে।" ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা সকালে ১০টা ৫৫ মিনিটে ইনুসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় ওঠার পর হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন, তবে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে ওঠেন এবং প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এরপর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে গেলে মেনন হাসতে থাকেন। মেনন-ইনু-ফারজানা-শাকিল রিমান্ডে শুনানি শেষে আদালত হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ মোট চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে নিচে নামিয়ে আনা হয়। ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে: আসিফ মাহমুদ জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৫০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এই মামলার রায় ও পরবর্তী পরিস্থিতির দিকে দেশবাসী এখন তাকিয়ে আছে। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator