close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক: দেশের প্রয়াত ব্যক্তিত্বকে স্মরণ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। রবিবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত
বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। রবিবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, যারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন এবং তার অমায়িক ও মানবিক গুণাবলীর প্রশংসা করেন। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। উল্লেখযোগ্য যে, হাসান আরিফের মরদেহ আগামীকাল (২৩ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সভায় তার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পাট বস্ত্র ও নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ ও নারী শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদসহ অনেকেই তার কর্মময় জীবনের কথা স্মরণ করেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, "হাসান আরিফ ছিলেন অত্যন্ত সহজ ও সরল ব্যক্তি। তিনি সবসময় আমাকে স্মরণ করিয়ে দিতেন যে, আমরা সমবয়সি, এবং তার মধ্যে ছিল এক অদ্ভুত সরলতা।" হাসান আরিফের কর্মময় জীবনের অন্যতম দিক ছিল তার মানবাধিকার রক্ষায় সোচ্চারতা। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তিনি মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "হাসান আরিফের চলে যাওয়াতে উপদেষ্টা পরিষদ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।" ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের সময় হাসান আরিফের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা তার বিভিন্ন গুণাবলীর কথা স্মরণ করেন। তারা উল্লেখ করেন, হাসান আরিফ ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সদা হাস্যোজ্জ্বল। তার অনুপ্রেরণায় উপদেষ্টা পরিষদে কাজ করার অভিজ্ঞতা অনেকের জন্যই বিশেষ স্মৃতি হয়ে থাকবে। হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ, তার শূন্যস্থান কখনো পূর্ণ হবে না।
Tidak ada komentar yang ditemukan