হাওরে গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লা°শ মিললো দুই দিন পর..

Abdul Aziz avatar   
Abdul Aziz
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর হাওরে গরু খোঁজতে গিয়ে লোকমান মিয়া (৩৮) নামের এক যুবক গত শুক্রবার (৩০ মে) নিখোঁজ হয়েছিলেন।..

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর হাওরে গরু খোঁজতে গিয়ে লোকমান মিয়া (৩৮) নামের এক যুবক গত শুক্রবার (৩০ মে) নিখোঁজ হয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাড় গরু খুঁজতে হাওরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজ লোকমান মিয়া রফিনগরের বাসিন্দা এবং পিতা মো: আব্দুল লতিফ (অমু)। পরিবার জানায়, গরু খুঁজতে তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

 

অনেক খোজাখুজির পর আজ সকালে হাওরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় তার লা°শ পান স্বজনরা।

 

 

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

ভিডিও সংগৃহীত

No se encontraron comentarios


News Card Generator