অবশেষে হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। বৃহস্পতিবার রাত ২টার পর থেকে বজ্রপাত ও বৃষ্টির মধ্যে ডিম সংগ্রহ শুরু হয়। শুক্রবার সকাল পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটিয়েছেন ডিম সংগ্রহকারীরা।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রাতভর হালদার বিভিন্ন অংশে ডিম ছেড়েছে মা মাছ। প্রচণ্ড বৃষ্টিতেও নদীপাড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, ‘প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও এবার ভালো ডিম সংগ্রহ হচ্ছে।’
ডিম সংগ্রহকারী রওশনঙ্গীর আলম বলেন, ‘রাত ২টার পর থেকেই ডিম পেতে শুরু করি। এবার ভালো ডিম পাওয়া যাচ্ছে।’
প্রসঙ্গত, এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারে বজ্রসহ বৃষ্টির সময় হালদায় কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়ে। এই ডিম সংগ্রহ করে হ্যাচারিতে রেণু পোনা উৎপাদন করা হয়।
চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টি না থাকায় দুই মাস অপেক্ষার পর বৃহস্পতিবার রাতে মূল ডিম ছেড়েছে মা মাছ। এতে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের মুখে আনন্দ ফিরেছে।



















