close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাকিমপুর সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনায় জল্পনা

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরের হাকিমপুর সীমান্তে পরিত্যক্ত অবস্হায় উদ্ধার হয়েছে একটি ড্রোন ক্যামেরা। তাই চলছি জল্পনা কল্পনা..
স্টাফ রিপোর্টার > দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্তে ধানখেত থেকে উদ্ধার হয়েছে একটি ড্রোন ক্যামেরা। তবে দুদিনও ড্রোনটির কেউ মালিকানা দাবি করেনি। ধারনা করা হচ্ছে ভারতীয় এলাকা থেকে ড্রোনটি সীমান্ত পেরিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশী এলাকায় পতিত হয়েছে। বর্তমানে ড্রোনটি পুলিশের হেফাজতে রয়েছে।
জানা গেছে, গতকাল ১৪ মে বুধবার সীমান্ত সংলগ্ন জমিতে ধান কাটার কাজ করছিলো ঘাসুড়িয়া আদিবাসী নাগরিক প্রফুল্ল টপ্পোসহ কিছু শ্রমিক।  এসময় খেতের মাঝখানে কালো রঙের চকচকে ড্রোনটি অচল অবস্হায় পড়ে থাকতে দেখতে পান তারা। কাজ শেষে ড্রোনটি সঙ্গে নিয়ে বাড়ী ফিরে প্রফুল্ল টপ্পো।

স্হানীয় খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, ‘সীমান্তের মেইন ২৮৭/ পিলার ২১ নম্বর সাব পিলার ঘেষা ঘাসুড়িয়া গ্রামের মিরাজুল ইসলামের জমিতে ধান কাটছিলো একদল শ্রমিক। এসময় ড্রোনটি শ্রমিকদের নজরে আসে। সন্ধ্যায় বাড়ীতে নিয়ে যাওয়ার পর  রাতে স্থানীয়রা মংলা বিজিবি ক্যাম্প এবং থানা পুলিশে খবর দেয় তার।
হাকিমপুর থানার ইনচার্জ এস এম জাহাঙ্গীর আলম জানান,  ঘাসুড়িয়া সীমান্ত থেকে প্রায় ৪শত গজ দুরে বাংলাদেশ অভ্যন্তরে ড্রোনটি পেয়েছিল কৃষি শ্রমিকরা। খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে ড্রোন ক্যামেরাটি জব্দ করেছেন তারা। এতে ৫টি ক্যামেরার লেন্স যুক্ত রয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও কেউ ড্রোনটির মালিকানা দাবি করেনি। অন্যদিকে ড্রোনটিতে কোন ভিডিও ফুটেজ অথবা ছবি রয়েছে না কিনা? তা পরীক্ষা নিরিক্ষা করে দেখেননি তারা। তবে তথ্য উৎঘাটনের চেষ্টা চালাবেন তারা।
ড্রোনটি চোরাচালানী অপরাধি চক্র মনিটরিংয়ের কাজে ব্যবহার করতো নাকি সীমান্ত পর্যবেক্ষনে বিএসএফ বাহিনী নজরদারি চালাতো, তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে। 
###

কোন মন্তব্য পাওয়া যায়নি