close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাইকোর্টের আদেশে মনোনয়ন, প্রতীকও বুঝে পেলেন আনিসুর রহমান মুন্না..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে

আলোচিত গণঅধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না অবশেষে প্রতীক গ্রহণ করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহানের কাছ থেকে তিনি নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।

এর আগে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সময় নিয়ে জটিলতায় পড়েন মুন্না। গত বছরের ৩০ ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট দেরির অভিযোগে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং পরে হাইকোর্টে রিট করেন।

পরবর্তীতে হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ না করাকে অবৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তাকে তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর গত ১৪ জানুয়ারি মুন্না আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন।

আজ প্রতীক গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর-২ আসনে আনিসুর রহমান মুন্নার নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রতীক গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই লড়াই শুধু আমার একার নয়। এটা সাধারণ মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের লড়াই। আদালতের রায়ে প্রমাণ হয়েছে, সত্যের পক্ষেই শেষ পর্যন্ত জয় আসে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator