ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আটক ৬১ আওয়ামীপন্থী আইনজীবী অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূইয়া এবং আসামিপক্ষে আইনজীবী আজহরুল হক ভূইয়া শুনানিতে অংশ নেন।
আন্দোলন চলাকালে আইনজীবীদের চেম্বারে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪৪ জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছিল। তাদের মধ্যে ১১৫ জন উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গেলেও ৬১ জনকে কারাগারে পাঠানো হয়েছিল। আজকের আদেশে তাদের মুক্তির পথ খুলে গেল। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, সুনির্দিষ্ট অভিযোগের অভাবে জামিন মঞ্জুর হয়েছে এবং মামলাটি চেম্বারে যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বুধবার।



















