close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Critically ill Inkilab Mancha spokesperson Sharif Osman Hadi may be transferred abroad for advanced treatment, assured by the government.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। গুরুতর অসুস্থতার কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রোববার সকালে তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৭২ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তাঁকে পার্শ্ববর্তী কোনো দেশে, সম্ভবত সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হতে পারে।

এই পরিস্থিতিতে চিকিৎসাধীন হাদির চিকিৎসার ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সূত্রমতে, ড. ইউনূস হাদির চিকিৎসার প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। হাদির পরিবার এবং ‘ইনকিলাব মঞ্চ’ ইতোমধ্যে সরকারের সাথে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ গণমাধ্যমে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। তিনি জানান, হাদির গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গগুলো (অর্গান) মোটামুটিভাবে কাজ করছে এবং পরবর্তীতে হয়তো তাঁর আর কোনো বড় অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। তবে রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার প্রস্তুতি চলছে।

No comments found


News Card Generator