জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও যুব নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এ হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তিনি।
ডুজারিক আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা কমানো এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন মহাসচিব গুতেরেস। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়ি
য়ে পড়ে।



















