close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হাদী হত্যা মামলার আসামি ফয়সাল মাসুদ দেশেই আছে—ইলিয়াস হোসাইনের দাবি..

Monsur Alam avatar   
Monsur Alam
হাদী হত্যা মামলার আসামি ফয়সাল মাসুদ দেশেই আছে—ইলিয়াস হোসাইনের দাবি

‎হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ফয়সাল মাসুদ দেশেই রয়েছে এবং বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে আছে।

‎বৃহস্পতিবার  (৮ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে দেওয়া ওই ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, “সবশেষ তথ্যানুযায়ী সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ভবনের একটি কক্ষে হাদীর খুনি ফয়সাল মাসুদকে রাখা হয়েছে।” তিনি আরও দাবি করেন, ফয়সালকে নির্বিঘ্নে ভারতে পাঠানোর উদ্দেশ্যে আগেভাগেই একটি পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন।

‎ইলিয়াস হোসাইনের পোস্টে আরও বলা হয়, ডিবি পুলিশের পক্ষ থেকে ফয়সাল ভারতে চলে যাওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় এবং চাপের মুখে ডিবিকে এমন বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

‎পোস্টে তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর “দেশপ্রেমিক অংশের” পক্ষ থেকে তাকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে ফয়সাল এখনও দেশেই রয়েছে। পাশাপাশি তিনি দৃঢ়ভাবে বলেন, “হাদী হত্যার বিচার হতেই হবে, ইনশাআল্লাহ।”

‎উল্লেখ্য, ইলিয়াস হোসাইন তার পোস্টে যে ছবিটি সংযুক্ত করেছেন, সেটি সংরক্ষিত এলাকায় তোলা বলে দাবি করে তিনি জানান, ছবিটি একটি সিএনজি থেকে গোপনে ধারণ করা।

‎এ বিষয়ে এখন পর্যন্ত সেনাবাহিনী বা ডিবি পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

‎এটি একটি উৎসনির্ভর প্রতিবেদন। অভিযোগ ও দাবিগুলো সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অনুযায়ী উপস্থাপন করা হয়েছে।

No comments found


News Card Generator