ইলিয়াস হাওলাদার।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের গৃহহীন অতিদরিদ্রের বসবাসের ঘর , মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশন।
ইতিমধ্যে অনেক গুলো দরিদ্র পরিবারকে চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে ইউনিয়নে ব্যতিক্রমধর্মী এক মানব ও ধর্মীয় সেবা করে যাচ্ছে মানবিক মিরাজ খান ফাউন্ডেশন এ সংগঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য গ্রামের গৃহহীন অতি দরিদ্রদের বসবাসের ঘর নির্মাণ করে দেয়া, চিকিৎসা সহায়তাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা।
সংগঠনটি ইতোমধ্যে কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের গৃহহীন আমেনা বেগম, ফিরোজা বেগম, লাইলি বেগমকে বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন। ৪ বছর যাবত অসহায় মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশন। এছাড়াও এ সংগঠনের উদ্যোগে উপজেলার মহিষকান্দি শরিফ বাড়ি ও জোমাদ্দার বাড়ি জামে মসজিদসহ ১৫ টি জুমা ও পাঞ্জেগানা মসজিদ এবং দক্ষিন মহিষকান্দি আজিজিয়া নুরানী মাদ্রাসা,গাজী বাড়ি নুরানী মাদ্রাসাসহ ৮টি হাফিজি, নূরানী ও কওমি মাদ্রাসা উন্নয়নে সহায়তা করেছেন।
মিরাজ খানের এই কাজে উদ্বুদ্ধ হয়ে সৌদি প্রবাসী রনি হাওলাদার, দুবাই প্রবাসী সবুজ বেপারী, সৌদি প্রবাসী মাসুদ হাওলাদার, সৌদি প্রবাসী শামীম হাওলাদার, পোল্যান্ড প্রবাসী রিয়াজুল ইসলাম, দুবাই প্রবাসী জালাল হাওলাদার, সৌদি প্রবাসী আব্দুর রহিম হাওলাদার, মালদ্বীপ প্রবাসী জলিল হাওলাদার, সৌদি প্রবাসী লতিফ মিয়া মিলে মিরাজ খান অনুরোধ করে তাকে সঙ্গে নিয়ে ২০২৪ সালে চেচরীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন নামে আরো একটি সংগঠন করে অসহায় দরিদ্রদের সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে চেঁচরীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন গ্রামের অসহায় পারুল বেগম, ফরিদা বেগম, মমতাজ বেগম কে তিন কক্ষ বিশিষ্ট বসবাসের ঘর তৈরি করে দিয়েছে।
গৃহহীন এ সকল পরিবার নতুন ঘরে এখন আনন্দে দিন কাটাচ্ছে।
এলাকার বাসিন্দারা সংগঠন দুটির এমন মানবিক ও ধর্মীয় সেবা মূলক কর্মকান্ডের প্রশংসা করতে গিয়ে বলেন,"এ আলো ছড়িয়ে পড়ুক সবখানে "।
উপকারভুগী, পারুল, ফরিদা, মমতাজ, আমেনা, ফিরোজা, লাইলী বেগম জানান,আমাদের বসতঘর ছিলো না, চেচরীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন এবং মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের জন্য আমরা ঘর পেয়েছি। এ ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সকলের জন্য আমরা দোয়া করি। তারা যেন গরিবদের এভাবে সাহায্য করতে পারে। আমরা এখন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছি।
চেচরীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পরিচারক মাহফুজ গাজী এবং মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের পরিচালক ইলিয়াস হাওলাদার জানান, আমাদের এই সংগঠনের উদ্দেশ্য গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করা। আমরা প্রবাসী ভাইদের নিয়ে গ্রামের অসহায় মানুষের সেভা করার চেস্টা করে যাচ্ছি।
মোঃ সোহেল জমাদ্দার, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চেচরীরামপুর ইউনিয়ন পরিষদ :তিনি জানান, মিরাজ খান ফাউন্ডেশন সমাজে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে সংগঠনটিকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি।