মানবতার সবচেয়ে উজ্জ্বল রূপ—পুলিশের পোশাকে একজন সত্যিকারের মানুষ!
চট্টগ্রামের দামপাড়া ওয়াসা সার্কেলে আজ (১৫ জুন ২০২৫ | সময়: ১৪:০৪) আমরা দেখেছি এক ব্যতিক্রমী দৃশ্য—
রাস্তায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষকে সাহায্য করছেন একজন পুলিশ সদস্য,
যার চোখেমুখে শুধুই দায়িত্ব নয়, ছিল মমতা, সহানুভূতি, আর মানবতার ছাপ।
স্রেফ কর্তব্য নয়, তিনি বিশ্বাস করেন—
"পুলিশের আসল শক্তি মানুষের ভালোবাসা"।
আসুন, আমরা সবাই এমন মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চা করি।
আপনাদের মাধ্যমেই সম্ভব একটি বদলে যাওয়া বাংলাদেশ
ছবিতে : বাংলাদেশ পুলিশ পুলিশের গর্বিত সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত নায়েক/আরিফ হোসেন.