গোরখোদক মনু মিয়ার চির বিদায়।
মো: আবু সালেহ, স্টাফ রিপোর্টার।
মনু মিয়া দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবনে কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে স্বেচ্ছাশ্রমে ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন।
কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদালসহ কবর খননের সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন মনু মিয়া।
।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলোচিত গোরখোদক মো. মনু মিয়া আর নেই। মানুষের শেষ ঠিকানার এই নিঃস্বার্থ কারিগর মাত্র ৬৭ বছর বয়সে নিজেই ঠাঁই নিতে যাচ্ছেন কবরে।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর।
প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতায় ঢাকায় চিকিৎসাধীন থাকার সময় গত মে মাসের মাঝামাঝি তার নিত্য সফরসঙ্গী ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন।
।
“দুই সপ্তাহের মত চিকিৎসা শেষে গত ১৪ মে বাড়ি ফিরে এলেও আর আগের মতো সুস্থ হয়ে ওঠেননি। তার মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দারা জানান আমরা একজন নিঃস্বার্থ মানবিক মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।”
।
শনিবার বিকালে আছর নামাজের পর জয়সিদ্ধি গোরস্থান সলগ্ন মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হবে বলেও জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।
।
মনু মিয়া দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবনে কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে স্বেচ্ছাশ্রমে ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন।
তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ কবর খননের সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন।
তার কবরস্থানে ছুটে চলার দীর্ঘদিনের নিত্য সঙ্গী ছিল বাহাদুর নামের একটি ঘোড়া। কিন্তু মনু মিয়া অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে বাড়ি থেকে ঘোড়াটিকে নিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় কিছু দুষ্টলোক।
।
মনু মিয়া শুধু কবর খনন করেই ক্ষান্ত হতেন না, এ পর্যন্ত যাঁদের কবর খুঁড়েছেন তিনি, তাঁদের মৃত্যুর দিন-তারিখ সব লিখে রাখতেন নিজের ডায়েরিতে।
তার মৃত্যুর খবরে এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার পরম প্রিয় স্থানটিকে তার জন্য জান্নাত বানিয়ে দেন।
আমিন।



















