গোপন তথ্যের ভিত্তিতে যশোর শার্শা থানা পুলিশের অভিযানে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১০ পিছ স্বর্ণের বার সহ আটক -১..

Mahamudul Hasan avatar   
Mahamudul Hasan
স্টাফ রিপোর্টারঃ মাহামুদুল হাসান

গোপন তথ্যের ভিত্তিতে যশোর শার্শা থানা পুলিশের অভিযানে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১০ পিছ স্বর্ণের বার সহ আটক -১

 

 

যশোরের শার্শায় ১০ পিস (১ কেজি ১শত ৯২.৬৯ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

 

পুলিশ সূত্রে জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার (এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি বিশ লক্ষ টাকা।

 

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

نظری یافت نشد