close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা..

Nuralam Shaikh avatar   
Nuralam Shaikh
কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নূরআলম শেখ : গোপালগঞ্জ জেলা

 

সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কে মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

গত শুক্রবার (১৪নভেম্বর) কোটালীপাড়া থানা পুলিশের এস আই সেলিম মাহবুব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১। 

মামলার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০/৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী সড়কে জড়ো হড়ে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কে মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোটালীপাড়া উপজেলার ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রিফাত দাড়িয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

 

Ingen kommentarer fundet


News Card Generator