close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে, সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে উপকারভোগীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) -এর স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে '২৫) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।।

টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোসনা খাতুন, সদর থানার পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান। 

এ সময় পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, প্রধান সহকারী কর্মকর্তা নাড়ু গোপাল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রায় সহস্রাধিক উপকারভোগী, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet


News Card Generator