close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতায় মাঝকান্দি গ্রামে সাহাপুর ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ২৭-টি ঘোড়া অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

গোপালগঞ্জে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে '২৫) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে, গ্রামবাসীর ও যুবসমাজের আয়োজনে মাঝকান্দি ধান ক্ষেত গো-মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, নড়াইল, খুলনা, যশোর সহ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ২৭-টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। 

উক্ত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এরপর তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি'র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস হক, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপি'র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, বিএনপি নেতা মাসুদ শেখ, সাতপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা, সাহাপুর ইউনিয়নের বিএনপি নেতা বিষ্ণুপদ হালদার সহ সাহাপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি কর্মী রফিকুল ইসলাম, লেলিন সরকার, মুর্শিদ চৌধুরী, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু সহ অনেকে। ঐতিহ্যবাহী এই ঘোড়াদৌড় দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ মাঠের দু'পাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

No comments found