শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জ সদর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঈদ পরবর্তী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙ্গানো, অবৈধ পার্কিং বন্ধে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।
শুক্রবার (৪ এপ্রিল '২৫) সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মামলা দায়ের করেন এবং জরিমানা বাবদ ৪৭,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনা গোপালগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে যেন কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।