শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
রোববার (৮ জুন '২৫) ঈদ উল আযহার দ্বিতীয় দিন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে নিজে উপস্থিত থেকে সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের মাঝে এ গোশত বিতরণ করেন।
এ সময় গোপালগঞ্জ যুব রেডক্রিসেন্ট প্রধান জুবায়ের খানসহ অন্যান্য যুব রেডক্রিসেন্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।
কাতার রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের যুবসদস্যরা।
গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্টের প্রধান জুবায়ের খান বলেন, ঈদুল আযহা'র আনন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ভাগাভাগি করে নিতে কাতার রেডক্রিসেন্ট উধিয়া ক্যাম্পেইন- -২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্টকে সহায়তা করেছে। তারই অংশ হিসাবে একটি গরু কোরবানি দিয়ে মোট ৮০ জনের মধ্যে এ গোশত বিতরণ করা হয়েছে।