close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন এবং গণপূর্ত জোনের প্রধান প্রকৌশলীর উদ্বোধনে অংশগ্রহণের বিষয়ে প্রশিক্ষার্থীদের সহযোগিতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

কর্মক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ অপরিহার্য। প্রতিটি কর্ম ক্ষেত্রে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর আয়োজনে ৬০ (ষাট) ঘন্টার অভ্যন্তরীণ প্রশিক্ষণের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ মে '২৫) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। 

তিনি সহ জোনের অন্যান্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ সিনিয়র কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সকল প্রশিক্ষনার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে গোপালগঞ্জ গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) নাহিদ আফরোজ - এর সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাহাদুর আলী, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, ই/এম (পিএন্ডডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সুফিয়ান লিমন প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গোপালগঞ্জ গণপূর্ত জোন ও বিভাগে কর্মরত সকল প্রকৌশলগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অনলাইনে (জুম মিটিং) রাজবাড়ী জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান, শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার ও মাদারীপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকার, সহকারী প্রকৌশলী মোঃ মহিউদ্দিন হাসান, উপ-সহকারী প্রকৌশলী অন্তু কুমার সাহা, হীরক বিশ্বাস, সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) রইজ আহমেদ, সিনিয়র হিসাব সহকারী চিন্ময় সমাদ্দার, অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক গাজী আমিনুল হক, শেখ মনিরুল ইসলাম সহ জোনের পাঁচ জেলার অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

Ingen kommentarer fundet


News Card Generator