গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের পথসভা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের পথসভা
মোঃ মামুন মোল্লা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

যশোর ও খুলনায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাগেরহাটে একটি নির্বাচনসভা সম্পন্ন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ মোড়ে আয়োজিত এক পথসভায় যোগ দেন।
রাত ৯টার দিকে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’তে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি গোপালগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।
পথসভায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর—এই চার জেলার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ড. বদর উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।
পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থলে উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।

Nessun commento trovato


News Card Generator