close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোমস্তাপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Journalist Tuhin avatar   
Journalist Tuhin
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গত ১৮ জুন বুধবার বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকার ফেসবুক পেইজ সমূহে দৈনিক ফ্রন্টিয়ার নিউজ, সোনালী সময় ২৪.কম,চাঁপাই কন্ঠ, www. bdnewslive99. Com, নাচোল নিউজ, বিডিসি ক্রাইম বার্তা, সৃজনশীল টিভি, লোকালয় বার্তা, ময়নামতি ৫১ টিভি. কম, 'গোমস্তাপুরে পুলিশের চাকুরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিন্দা জানিয়েছেন নাসিম বিশ্বাস। তিনি বলেন প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে এই সংবাদটি মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত, সাংবাদে পুলিশে চাকরি দেওয়ার নাম করে আমাকে জড়িয়ে ৮,৬০,০০০/ ( আট লক্ষ ষাট হাজার) টাকা এ রকম একটি সংবাদে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে। দেখে আমি বিস্মিত হই এবং এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। 

 

মিথ্যে অভিযোগকারী রফিকুল ইসলাম, পিতা সুলতান আলি সে মেসার্স বিশ্বাস ট্রেডার্স এর বেতন ভুক্ত কর্মচারী ছিল। তাকে নাসিম ব্যবসার কাজের জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল এবং পরবর্তীতে ব্যবসায় সে বিভিন্ন প্রকার চুরি ও ক্ষতিসাধন করত। এসব কর্মকাণ্ড আমি জানার পরে তাকে গত ২৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে তাকে ব্যবসার কাজ থেকে বাদ দিয়ে দিই। তার কাছে গাড়ি বাবদ ও পাওনা টাকা সহ সর্বমোট ১,৭০,০০০/ ( এক লক্ষ সত্তর হাজার) টাকা আদায় করতে গেলে সে সময় নেয় এবং পরবর্তীতে অস্বীকার করে, সে আমাকে অনেক হুমকি-ধমকি প্রদান করে। 

আমি ও আমার পরিবার এদের দ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছি সংবাদ মাধ্যমে এমন মনগড়া করা সংবাদ প্রকাশে সামাজিকভাবে আমাদের মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই এমন সংবাদ প্রকাশে আমি তীব্র ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে আমি অনুরোধ করব প্রকৃত সত্য প্রকাশে গণমাধ্যম সব সময় সত্যের পাশে থাকবে।

没有找到评论