close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গোমস্তাপুরে অজ্ঞান পার্টি মেসার্স ভাই ভাই ভ্যারাইটিজ এন্ড ক্রোকারীজ এর ২০ হাজার টাকা নিয়ে গেলো..

Journalist Tuhin avatar   
Journalist Tuhin
গোমস্তাপুরে অজ্ঞান পার্টি মেসার্স ভাই ভাই ভ্যারাইটিজ এন্ড ক্রোকারীজ এর ২০ হাজার টাকা নিয়ে গেলো..

 

 

মোঃ শাহিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজার থেকে অজ্ঞান পার্টির সদস্য এক মুদি দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ( ৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

 

 

অভিযোগকারী দোকানি মাসুদ জানায়, আমার বাবাকে দোকানে রেখে আমি বাসায় খেতে যায় ,এসে দেখি আমার বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা । 

 

এ বিষয়ে তার বাবা মহসিন জানায়,আমি দোকানে বসে ছিলাম এমত অবস্থায় একটি সাদা প্রাইভেট কার থেকে মাক্স পরিহিত মহিলা ও একজন পুরুষ আমার কাছে স্পিড চাই আমি তাদেরকে স্পিড দেই এবং আমাকে টাকা তারা ১০০দেই এরপর আমি তাদেরকে বাকি টাকা ফেরত দেই । এরপর তারা আমাকে রুমালের সাথে কিছু একটা দিয়ে দেই ,এমনকি বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে যায়।তাদের রুমালের সাথে প্যাঁচানো ছিল পিস্তল বলে ধারণা করছেন তিনি।

 

 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator