রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে মরহুম সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে " প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি ও উপজেলা মডেল প্রেসক্লাব" এই তিনটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত সাংবাদিক সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার (ওসি) আল এমরান, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ সবুজ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য গোলাম রব্বানী রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহমেদ স্বপন, আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক সমন্বয় পরিষদের সদস্য নির্মল চন্দ্র রায়, শরিফুল ইসলাম শিবু, স্বপন রায়, মোক্তার হোসেন মুক্তা সহ আরও অনেকে। দোয়া মাহফিলের সময় মরহুম সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইউসুফ আলী বাপ্পির পিতা জাহাঙ্গীর আলম এবং সাংবাদিক এমদাদুল হক মিলনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুম সাংবাদিকদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব তাজুল ইসলাম। এমন আয়োজনের মাধ্যমে গঙ্গাচড়া উপজেলার সাংবাদিকরা প্রয়াত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।