ফিলিস্তিনের জনগণের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভাস-উন্মেষ-উত্তরণ। এ উপলক্ষে আগামীকাল ৭ এপ্রিল (সোমবার) প্রতিষ্ঠানটির সকল শাখায় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় উদ্ভাস কর্তৃপক্ষ জানায়, “মানবতার পক্ষে দাঁড়ানোর এই গুরুত্বপূর্ণ সময়ে আমরাও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান জানাচ্ছি। তাই ৭ এপ্রিল উদ্ভাস-উন্মেষ-উত্তরণ-এর সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।”
এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির এমন মানবিক অবস্থানের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ একযোগে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধের দাবিতে কর্মসূচি পালন করছে।



















