ঘাটাইলে ওলামায়ে কেরামের সারাদিনব্যাপী দারসিয়াত প্রশিক্ষণ অনুষ্ঠিত..

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
ঘাটাইল প্রতিনিধি :- আশিকুর রহমান

 শাহপুর, ঘাটাইল | ১৬ জুন ২০২৫, সোমবার

 

ঘাটাইল উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুল উলুম, শাহপুর ক্যাম্পাস-এ আজ সোমবার (১৬ জুন ২০২৫ ইং) অনুষ্ঠিত হয়েছে সারাদিনব্যাপী ওলামায়ে কেরামের তালিম ও তরবিয়তি সম্মেলন ও দারসিয়াত প্রশিক্ষণ কর্মশালা।

 

সকাল ৭টা থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ঘাটাইল উপজেলার সকল নূরানী, হেফজ ও কিতাব বিভাগভুক্ত মাদরাসার মুহতামিম, সহকারী শিক্ষক ও আলেমগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল:

শিক্ষকদের দারসিয়াত বা পাঠদানের কৌশল ও কার্যকরী পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া

নূরানী, হেফজ ও কিতাব বিভাগে পড়ানোর সঠিক নিয়ম ও শিক্ষার্থীবান্ধব পদ্ধতি তুলে ধরা

দ্বীনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মধ্যে ঐক্য, আদর্শ ও দায়বদ্ধতা তৈরি করা

 

 

 সম্মেলনে আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল:

 

শিক্ষার্থীদের নৈতিকতা ও আদব-আখলাক গঠনের কৌশল

 

সময়ানুবর্তিতা ও পাঠ পরিকল্পনার গুরুত্ব

 

হিফজ বিভাগের মান উন্নয়নে করণীয়

 

পাঠদানের সহজবোধ্য ও প্রাঞ্জল পদ্ধতি

 

 

উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম, ক্বারী সাহেব, শিক্ষক ও আলেম-ওলামাগণ। বক্তারা বলেন, এমন প্রশিক্ষণ ও সম্মেলন নিয়মিত আয়োজন করলে শিক্ষকদের দক্ষতা যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞানও হবে অধিক মজবুত।

 

সম্মেলন শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সবাই এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

No se encontraron comentarios