গতকাল ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়া ১।জুবায়েদ এবং ২। আবির দু'জনকে আজ সকাল আনুমানিক ভোর ৬টার সময়, ঘটনাস্থল থেকে ৩ কি:মি ভাটির দিকে বামনখালী গ্রামের মহরখাঁ ঘাট নামক স্হানে নদীতে পাওয়া গেছে।
আজ সকাল ১০:৩০ চর আলগী মধ্যে পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজের অনুষ্ঠিত হয়।