গাজীপুরের শ্রীপুরে সড়কে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোররাতে উপজেলার মাওনা-বরমী সড়কের উজিলাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শ্রমিক বহনকারী সিএনজি অটোরিকশাটি মাওনা চৌরাস্তা থেকে বরমী অভিমুখে যাচ্ছিল। উজিলাব এলাকায় পৌঁছালে সড়কে অবস্থানরত একটি ট্রাকের পেছনে ধাক্কা খায় যানটি। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত ব্যক্তির নাম আনসার আলী সরদার (৫০), যিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন ইয়াকুব মণ্ডল, আলম আলী ও ছাত্তার কাজী—যাঁরা সবাই কৃষিশ্রমিক হিসেবে গাজীপুরে এসেছিলেন ধান কাটার কাজে।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা ন্যাশনাল পোল্ট্রির নিরাপত্তাকর্মী জানিয়েছেন, সড়কে পার্ক করা ট্রাকটি একটি শিল্পগ্রুপের মালিকানাধীন। তবে চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং ট্রাকটি পরে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে। দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।