গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর পর বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের চাপায় নিহত হন ১৮ বছর বয়সী চম্পা বেগম। তিনি নেত্রকোনার হারারকান্দি গ্রামের মো. কাউসারের স্ত্রী এবং স্থানীয় ইন্টার লুপ গার্মেন্টসের সহকারী কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা বেগম বিআরটি লেন পার হওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই সকাল ৮টার দিকে সহকর্মীসহ আশপাশের কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন।
দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধে উভয় দিকেই ভয়াবহ যানজট তৈরি হয়। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল ইসলাম বলেন, “শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি, যেন তারা রাস্তা থেকে সরে যান এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা যায়।”
নিরাপত্তার কারণে ঘটনাস্থল সংলগ্ন পাঁচ-ছয়টি পোশাক কারখানায় মঙ্গলবার একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) মহাসড়কে শ্রমিকদের অবস্থান
অব্যাহত রয়েছে।