close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ।..

mdzasimuddin avatar   
mdzasimuddin
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

 

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন বিজয় সড়কের কলম্বিয়া রোডে অবস্থিত পোশাক কারখানা টি এন জেড অ্যাপারেলস লিমিটেড-এর শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তিন মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান শ্রমিকরা।

 

কারখানার শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটি গত তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করেনি। এরপর কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

 

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। ঘরভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে তারা চরম সংকটে পড়েছেন।

 

তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

Aucun commentaire trouvé