close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গাজায় ইসরায়েলি হামলায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ১২৪ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।..

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে রোববার (১১ মে) সকালে এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতি থেকে জানা যায়, শুক্রবার ভোর থেকে শনিবার রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং এ সময় শতাধিক ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ছাড়া গাজার কয়েকটি স্থানে রোববার ভোরেও ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল-জাজিরা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবারের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৮১০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে। 

গত ১৯ জানুয়ারি  দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে গাজায় ফের  বিমান হামলা শুরু করে ইসরায়েল। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Walang nakitang komento