close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হলো একমাত্র ডায়ালিসিস কেন্দ্র, নিহত ৫৪ হাজার ছাড়িয়েছে..

Zahidul Islam avatar   
Zahidul Islam
ইসরায়েলি বাহিনীর হামলায় উত্তর গাজার একমাত্র কিডনি ডায়ালিসিস কেন্দ্র নওরা আল-কাবি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রটি ১৬০ জনেরও বেশি রোগীকে সেবা দিচ্ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডায়ালিসিস স..

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে গাজা ক্রমেই মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। সর্বশেষ হামলায় উত্তর গাজার একমাত্র কিডনি ডায়ালিসিস সেন্টার নওরা আল-কাবি হাসপাতাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে, বিশেষ করে কিডনি রোগীদের চিকিৎসা পাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ড. মুনির আল-বুরশ জানিয়েছেন, হাসপাতালে কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলাটি ঘটে তখন, যখন পূর্ববর্তী হামলার পর কিছুদিন আগেই হাসপাতালটি পুনরায় চালু করা হয়েছিল। হামলার পর তিনি ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ইসরায়েলি বুলডোজারও দেখা গেছে।

আল-বুরশ বলেন, হামলার আগে এই কেন্দ্রটি ১৬০ জনেরও বেশি রোগীকে নিয়মিত ডায়ালিসিস সেবা প্রদান করছিল। কিন্তু এখন কেন্দ্রটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ৪১ শতাংশ ইসরায়েলি হামলার কারণে চিকিৎসাকেন্দ্রে প্রবেশাধিকার না পাওয়ার ফলে মারা গেছেন। চিকিৎসা অবকাঠামোর এই ধ্বংস সাধন আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) গাজায় দ্বিতীয় দফায় অভিযান শুরু করে। এই আড়াই মাসে নতুন করে ৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন। সর্বমোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৪১৮ জনে

এই ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মী ও চিকিৎসা সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সূত্র: আলজাজিরা

Nema komentara