close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।..

ফিলিস্তিনে ইজরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্তর্জাতিকভাবে  ঘোষিত  গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ (সোমবার) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির সাথে সংহতি রেখে আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয় নি।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘আজ আমরা একত্রিত হয়ে ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর বর্বোচিত হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় ন্যায়, মানবতা ও শান্তির পক্ষে। আমরা গাজাবাসীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং ইসরায়েলের এই নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দও প্রতিবাদ সভায় বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা চলাকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

No comments found


News Card Generator