গাজা এখন মৃত্যুফাঁদ! জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক ট্রাম্প..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা পরিস্থিতি ও জিম্মিদের দুর্দশা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প। জানালেন গোপন যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে। কী বললেন ট্রাম্প? বিস্তারিত জানুন সম্পূর্ণ প্রতিবেদনে..

গাজার বর্তমান পরিস্থিতিকে ‘মৃত্যুফাঁদ’ বললেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে নতুন আশার ইঙ্গিত

ওয়াশিংটন ডিসি, সোমবার (স্থানীয় সময়):
হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যা দিয়ে জানান, সেখানে আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টার মধ্যেই আছে যুক্তরাষ্ট্র।

জিম্মিদের মুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন,

“আমরা সব জিম্মিকে বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। এটা খুবই দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া। তবে আমরা চেষ্টা করছি সঠিক পথে এগোনোর।”

তিনি আরও বলেন, “গাজা একটি বিপজ্জনক জায়গা। এ অঞ্চলকে পুনর্গঠনে বহু বছর সময় লাগবে। আমি এখনও বুঝে উঠতে পারি না, ইসরাইল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল!”

 ট্রাম্পের চোখে গাজার মানবিক বিপর্যয়

গাজা থেকে যেসব জিম্মিকে উদ্ধার করা হয়েছে, তাদের শরীরে বাহ্যিক ক্ষত না থাকলেও মানসিকভাবে তারা ধ্বংসপ্রাপ্ত, উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন,

“আমি দশজন মুক্তিপ্রাপ্ত জিম্মির সাক্ষাৎকার নিয়েছি। তাদের প্রত্যেকেই হামাসের নৃশংসতার বর্ণনা দিয়েছেন যা শিউরে ওঠার মতো।”

 ইসরাইলের প্রতি ট্রাম্পের নিঃশর্ত সমর্থন

ট্রাম্প জোর দিয়ে বলেন,

“আমরা ইসরাইলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি, এবং এ সমর্থন চলবে। ইসরাইল আমাদের গুরুত্বপূর্ণ মিত্র, এবং আমি তাদের পাশে থাকবো সর্বদা।”

তিনি নিজেকে “ইসরাইলের স্বপ্নের মার্কিন প্রেসিডেন্ট” হিসেবেও উল্লেখ করেন।

 নেতানিয়াহুর কৃতজ্ঞতা প্রকাশ

প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,

“আপনি শুধু মার্কিন প্রেসিডেন্ট নন, বরং ইসরাইল ও ইহুদিদের একজন চিরন্তন বন্ধু।”

নেতানিয়াহু জানান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে কাজ করছেন, এবং এটিই যুক্তরাষ্ট্রের জন্য “সঠিক পদক্ষেপ” হবে বলে তিনি বিশ্বাস করেন।


 যুদ্ধবিরতির সম্ভাবনা, নাকি আরেক দফা সংঘর্ষ?

গাজায় পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ট্রাম্পের বক্তব্য অনেককেই আশান্বিত করেছে, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিম্মি মুক্তি ও গাজার সাধারণ জনগণের জীবন রক্ষার বিষয়ে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেয়া হয় – সেটাই নির্ধারণ করবে আগামী দিনের ইতিহাস।


সংক্ষেপে মূল বিষয়গুলো:

  • হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

  • গাজায় যুদ্ধবিরতির নতুন প্রচেষ্টা

  • জিম্মি মুক্তিতে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা

  • গাজাকে ‘মৃত্যুফাঁদ’ বললেন ট্রাম্প

  • ইসরাইলের প্রতি বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা

  • নেতানিয়াহুর কৃতজ্ঞতা ও বাণিজ্য ঘাটতি নিরসনের প্রতিশ্রুতি

Aucun commentaire trouvé


News Card Generator