২৫ জুন বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হতে এটিএসআই পদে ০১ জন ও এটিএসআই হতে টিএসআই ১ জন মোট ২ দুইজন পুলিশ সদস্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা।
পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন জানান এবং পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।#
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			