বগুড়া জেলার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পশ্চিম পাঁচপাইকা গ্রামে হযরত গাউছ মাহমুদ জামে মসজিদে ব্যক্তিগত উদ্যোগে দুইটি ফ্যান বিতরণ করেছেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম।
ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজক মাহমুদুল হাসান শামীম। গরমের এই সময়ে মসজিদের পরিবেশ শীতল ও আরামদায়ক করতে এই ফ্যানগুলো বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা ইমদাদুল হক, খন্দকার বাহারুল আলম, তুহিন ইসলাম, আব্দুল জলিল মন্ডল, মিঠু মন্ডল, জাহিদুল মন্ডল, আব্দুল লতিফ, রনি মিয়া ও তোফাজ্জল হোসেন মিনু।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সমাজকল্যাণমূলক কাজ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।”
মাহমুদুল হাসান শামীম বলেন, “আমরা চাই এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নত হোক। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			