গা জা য় ২৪ ঘণ্টায় ই স রা য়ে লি হা ম লা য় নি হ ত ৭৯, আ হ ত ৪০০

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৯ জন, আহত প্রায় ৪০০। রক্তাক্ত গাজা আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা। পশ্চিম তীরেও নিহত তিন ফিলিস্তিনি।..

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে আবারও ভয়াবহ রক্তপাত ঘটিয়েছে ইসরায়েল। টানা ২৪ ঘণ্টার হিংস্র হামলায় কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন প্রায় ৪০০ জন। এ তথ্য নিশ্চিত করেছে হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গাজার একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন।

এদিকে, গাজার বাইরেও আগুন ছড়াচ্ছে সংঘাত। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন ফিলিস্তিনি। এই হামলাগুলো পরিকল্পিত ও ভয়ংকর বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর। সেদিন ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেই হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার পরই শুরু হয় ইসরায়েলের প্রতিশোধপরায়ণ অভিযান — যার ভয়াবহতা আজও চলছে।

ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজায় চলতে থাকা সামরিক অভিযান ইতোমধ্যে প্রায় দেড় বছর পেরিয়েছে। এই সময়ের মধ্যে গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ১৫৬ জন। আশঙ্কাজনকভাবে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া এই সহিংসতায় আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি। মানবিক সহায়তা সংকট, চিকিৎসার ঘাটতি ও খাদ্য-চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক আহত মানুষের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে।

জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও, বাস্তবে সেই আহ্বান কার্যকর হয়নি। গাজায় প্রতিদিন নতুন করে মৃত্যু নামছে আকাশ থেকে, ধ্বংস হচ্ছে বসতবাড়ি, হাসপাতাল, স্কুল — সব কিছু।

বিশেষজ্ঞরা বলছেন, এই অব্যাহত সহিংসতা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বশান্তির জন্য এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:

  • গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত: ৭৯ জন

  • আহত: প্রায় ৪০০

  • পশ্চিম তীরে ইহুদি বসতিকারীদের হামলায় নিহত: ৩

  • ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত: ৫৬,১৫৬

  • আহতের সংখ্যা: ১,৩২,০০০+

  • নিহতদের বড় অংশই নারী ও শিশু


এই রক্তস্নাত বাস্তবতায় গাজার আকাশে এখনো শান্তির কোনো রঙ নেই। যুদ্ধের আগুনে প্রতিদিন পুড়ছে হাজারো প্রাণ। আন্তর্জাতিক বিশ্ব এখনো অপেক্ষায় — কবে থামবে এই মৃত্যুর মিছিল?

Nenhum comentário encontrado


News Card Generator