close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গ্রহণযোগ্য পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না , জামায়াত নেতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নির্বাচনের আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে ভোট হতে দেওয়া হবে না—ঠাকুরগাঁওয়ে পথসভায় হুঁশিয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসেনের। মুখ খুললেন অন্তর্বর্তী সরকার ও বিএনপিকে ঘিরেও।..

বাংলাদেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে নির্বাচনী পরিবেশকে সামনে টেনে আবারও মুখ খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (৫ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন সরাসরি ঘোষণা দিয়েছেন, গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা নির্বাচনের অংশ হিসেবে জনগণের কাছে এসেছি, তবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—এই নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য যে পরিবেশ দরকার, সেটি আগে নিশ্চিত করতে হবে। পরিবেশ তৈরি না হলে, নির্বাচনও হবে না। আর এটাই দেশের আপামর জনতার দাবি।

পথসভায় বিএনপির ভূমিকাকে আক্রমণ করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন তসবি জপছে। তারা যেকোনোভাবে একটা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়। এভাবে চললে জনগণের আস্থা পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, যদি তারা নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের কথা বলত, যদি তারা বিচার ও শুদ্ধি প্রক্রিয়া ছাড়া নির্বাচন না চাইত—তাহলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বাড়ত।

জামায়াতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, নির্বাচন একমাত্র উদ্দেশ্য নয়। বরং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার মতো বড় পরিবর্তন আনা দরকার।

দেলাওয়ার হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, যদিও কিছু ক্ষেত্রে এই সরকার সফল হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থ। জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখনো দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি চলছে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা আজো ধরাছোঁয়ার বাইরে। তাদের বিচারের কোনো অগ্রগতি নেই, যা জনগণের জন্য হতাশাজনক।

দেলাওয়ার হোসেন স্মরণ করিয়ে দেন ১৫ বছরের অব্যবস্থাপনার ইতিহাস। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য ছিল না শুধু একটি সরকারকে সরিয়ে আরেকটিকে বসানো। বরং গত ১৫ বছরে যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে রূপান্তর করা হয়েছে, সেই অবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়াই ছিল আন্দোলনের মূল স্পিরিট।

তিনি দাবি করেন, সময় এসেছে একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও সংবিধানসম্মত রাষ্ট্র গঠনের। জনগণ এই স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত মাঠে থাকবে।

পথসভার শেষে দেলাওয়ার হোসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার উপহার দেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এ মানবিক মুহূর্ত উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ, আব্দুল হালিমসহ প্রমুখ নেতারা।

এই বক্তব্যের মাধ্যমে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তারা বলছে, এই রাষ্ট্রে যদি গ্রহণযোগ্যতা, বিচার এবং পরিবেশ না থাকে—তবে শুধু নির্বাচন নয়, কোনো সংস্কারই টেকসই হবে না। তাদের দাবি, এখন সময় এসেছে পুরনো কাঠামো ভেঙে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়ার।

No comments found