জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার...
প্লাস্টিকের ব্যবহার কমাই, বিকল্প ব্যবহার করি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিনকোনা মোড় জিরো পয়েন্টে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে প্লাস্টিক ব্যবহার রোধে মানববন্ধন ও বাজারের বিভিন্ন দোকান ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
২ জুলাই বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন ও বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, একশন এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর প্রোগ্রাম অফিসার নুরননবী ইসলাম,এক্টিভিস্টা কুড়িগ্রাম- এর প্রতিনিধি মারুফ শেখ,স্বর্ণা বিশ্বাস,শাপলা রাণী।
এ সময় উপস্থিত ছিলেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর স্পন্সর অফিসার প্রার্থনা হালদার,এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য গণ।
বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক ব্যবহার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।



















