close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীতে প্লাস্টিক  ব্যবহার রোধে মানববন্ধন ও লিফলেট বিতরণ ..

Jahangir Alam avatar   
Jahangir Alam
প্লাস্টিক ব্যবহার রোধে মানববন্ধন ও বাজারের বিভিন্ন দোকান ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।..

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার... 

প্লাস্টিকের ব্যবহার কমাই, বিকল্প ব্যবহার করি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিনকোনা মোড় জিরো পয়েন্টে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে প্লাস্টিক ব্যবহার রোধে মানববন্ধন ও বাজারের বিভিন্ন দোকান ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

২ জুলাই বুধবার সকাল ১১টায়  ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন ও বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়। 

মানববন্ধনে  বক্তব্য রাখেন, একশন এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর প্রোগ্রাম অফিসার নুরননবী ইসলাম,এক্টিভিস্টা কুড়িগ্রাম- এর প্রতিনিধি মারুফ শেখ,স্বর্ণা বিশ্বাস,শাপলা রাণী।

এ সময় উপস্থিত ছিলেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর স্পন্সর অফিসার প্রার্থনা হালদার,এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য গণ। 

 

 বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক ব্যবহার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। 

No comments found


News Card Generator