জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার...
ফুলবাড়ীতে জরুরী পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় জরুরী পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মামুনুর রশীদ। এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার ওয়ালিউল্লাহ মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার উপস্থিত ছিলেন। সভায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য উপস্থাপন করেন। পশ্চিম ধনিরামে ব্রিজ নির্মাণ, পূর্ব ধনিরাম গ্রামে ব্রিজ নির্মাণ,পশ্চিম ফুলমতি কান্দা পাড়া বারমাসি নদীর ব্রিজ নির্মাণ, কাশিপুর থেকে কাশিয়া বাড়ী যাওয়ার রাস্তায় ব্রিজ নির্মাণ, রাবাইতারী থেকে বসুনিয়াটারী যাওয়ার রাস্তার ব্রিজ নির্মাণ,শাহ্ বাজার থেকে হাজির বাজার পর্যন্ত রাস্তা সংস্কার, রাঙামাটি যাওয়ার পথে ব্রিজ নির্মাণ, পশ্চিম ফুলমতি গোড়কমন্ডপ এ ব্রিজ নির্মাণ, শিমুলবাড়ী ইউনিয়নে আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভাঙ্গামোড় ইউনিয়নে আশ্রয়কেন্দ্র নির্মাণ।
সভায় পর্যায়ক্রমে কাজ বাস্তবায়ন হবে বলে ফলপ্রস্রু আলোচনা সম্পন্ন হয়।



















