ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ....
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে রেখে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধবিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
১৯ জুন বৃহস্পতিবার সাড়ে এগারোটায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) এর হল রুমে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ মাহতাব হোসেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) এর প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম সহ আরো বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা সহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) এর সাবেক প্রধান শিক্ষক শ্রী কানাই চন্দ্র সেন, উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।প্রতিযোগিতায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) বিপক্ষ দলকে হারিয়ে পক্ষ দল হিসেবে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় দল জয়লাভ করেন।
বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির,উপজেলা আইসিটি অফিসার আজমল আফসার ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।প্রতিযোগিতা শেষে মেডেল সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদপত্র
×