ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) ফাজিল মাদ্রাসা কামিল (স্নাতকোত্তর) স্তরে উন্নীত হওয়ায় এক আনুষ্ঠানিক শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বাদ যোহর মাদ্রাসার হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক এ কে এম শামসুজ্জোহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. মো. তাজাম্মুল ইসলাম, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মাও. মো. শামসুদ্দিন এবং শিক্ষার্থী প্রতিনিধি ফাহাদ ও মারুফ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাও. ইউনুছ আলী বলেন, “এটি ফুলবাড়ীয়াবাসীর বহুদিনের স্বপ্নপূরণ। এখন থেকে এলাকার শিক্ষার্থীদের আর বাহিরে যেতে হবে না কামিল পড়ার জন্য। এই অর্জন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রয়াসের ফসল।” তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ০২ মার্চ ২০২৩ তারিখে অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে গঠিত ৩ সদস্যবিশিষ্ট পরিদর্শন টিম ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মাদ্রাসাটি সরেজমিনে পরিদর্শন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২১ মে ২০২৫ তারিখে রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে দুই বছর মেয়াদি হাদিস বিভাগে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়। স্মারক নম্বর: ইআবি/পরি/কামিল.প্রা.পা ময়-২৪৬/২০২৪/১৪৭৬১২