close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীয়ায় ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

Azizul Islam avatar   
Azizul Islam
ফুলবাড়ীয়ায় ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিসে “ভূমি মেলা–২০২৫” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকালে ফুলবাড়িয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী (২৫–২৭ মে) মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

পরে জনসচেতনতামূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার।
কালাদহ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে, জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারির ক্ষেত্রে হয়রানি ছাড়াই সেবা দ্রুত ও সহজে দেওয়া সম্ভব হচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”

আলোচনা পর্ব শেষে সেবাগ্রহীতাদের জন্য তিন দিনব্যাপী চারটি স্টল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার।

এর আগে ভূমি মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবীর খান, নাজির জাহিদ হাসান, ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণ, অফিস স্টাফ, উদ্যোক্তা ও উপকারভোগীগণ।

לא נמצאו הערות