close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফরিদপুরে বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগ

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সালাম শেখের ছেলে মুরাদ শেখ ও তার সহযোগী ফুরাদ।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ শেখ জানান, তার পিতা মৃত ইসমাইল শেখের নামে থাকা ১৬ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর ধরে তারা বসবাস করে আসছেন। তিনি দাবি করেন, ২০০৩ সালের ২৭ মে আরজন শেখের কাছ থেকে ১২ শতাংশ এবং ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর ভানুমতির কাছ থেকে আরও ৭ শতাংশ জমি ক্রয় করে তারা ভোগদখল করে আসছেন। বর্তমানে জমিটি নিয়ে সালাম শেখ মালিকানা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়েছে।

গত ১৫ মে (বৃহস্পতিবার) সালাম শেখের পক্ষের লোকজন জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর করে, টিন, খুঁটি ও আসবাবপত্র সরিয়ে নেয় এবং জমি দখল করে নেয় বলে মোহাম্মদ শেখ অভিযোগ করেন। তিনি আরও বলেন, অভিযুক্তরা তার ও ভাতিজাদের খুঁজে মারধরের চেষ্টা করছেন। নিরাপত্তাহীনতার কারণে তারা ঘরছাড়া অবস্থায় রয়েছেন এবং বাড়িতে কেবল মহিলারা রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে একটি রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত জমি দখল বেআইনি হলেও, প্রতিপক্ষ ঘরবাড়ি ভেঙে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

অন্যদিকে সালাম শেখ জানান, ১২ শতাংশ জমি তার নামে বিএস রেকর্ডভুক্ত, যা পূর্বে আজিজ মিলিটারির ছিল। তিনি দাবি করেন, ওই জমি তারা নিয়মিতভাবে এয়াজ বদলের মাধ্যমে পেয়েছেন এবং গ্রামবাসীর সহায়তায় জমি দখলে নিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments found