close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ফরিদপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, জেলা সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাঙ্গার চুমুরদি বাবলাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে সকাল ৭টার দিকে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ট্রাফিক স্বাভাবিক করতে কাজ করছে।

প্রসঙ্গত, এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপদ সড়কের দাবিতে সচেতন মহল আবারও উদ্বেগ প্রকাশ করেছে।

No comments found


News Card Generator