close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফরিদপুরে বাস খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৭

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা:

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের শরিফ জুটমিলের সামনে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে। মুহূর্তের মধ্যে বাসটি উল্টে যায় এবং যাত্রীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজে অংশ নিয়ে দেখা যায়, বাসটি খাদে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্টেশন অফিসার নজরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

No comments found


News Card Generator