ফরিদপুর বোয়ালমারী থানায় যুব মজলিসের সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****
১১ জুন ২৫ ইং (বুধবার ) বিকাল ৩ টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার বোয়ালমারী থানা উপশাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
থানা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এর সভাপতিত্বে সহ সভাপতি হাফেজ শাহরিয়া হোসাইন এর পরিচালনায় সমাবেশে প্রধান মেহমান এর বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিবাবক পরিষদের অন্যতম সদস্য ফরিদপুর-২ আসন এর সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস মাওলানা শাহ্ আকরাম আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ফরিদপুর-১ আসন এর সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফত হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে খাস এর সদস্য ও ফরিদপুর জেলা শাখার মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মাদ মাহবুবুর রহমান।
প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, “আগামীদিনে প্রতিটা পাড়া মহল্লায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খেলাফতের সৈনিক তৈরি করতে হবে। যদি আমরা তা করতে পারি, তাহলে আগামীতে দেশ হবে ইসলামের দেশ। দেশ শাসন করবে ওলামায়ে কেরাম।”
প্রধান অতিথি মুফতি শরাফত হুসাইন বলেন, ”আল্লাহর দ্বীনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এদেশে নাস্তিক বেইমানদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবেনা ইনশাআল্লাহ।”
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, থানা সভাপতি মাওলানা রওশন আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর, পৌরসভা সভাপতি মাওলানা তৈয়াবুর রহমান, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মাদুল্লাহ,সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া প্রমুখ।
কোন মন্তব্য পাওয়া যায়নি