স্টুটগার্ডে রোববার (৮ জুন) নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। আরো একবার এমবাপ্পে দলকে প্রথমার্ধের শেষ দিকে দলকে লিড এনে দেন। ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মাইকেল ওলিসে।
খেলার শুরু থেকেই ছিলো দুই দলের আক্রমণ, পাল্টা আক্রমণ। আক্রমণ চললেও জালের দ্বখা পায়নি কোনো দল। তবে, ৪৫ মিনিটে এসে অহেলিয়া চুয়ামেনির ক্রস পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানদের ম্যাচে ফিরলেও দেনিজ উনদাভের গোল অফসাইডের কারণে বাতিল ঘোষণা করা হয়। তাতে ভেস্তে যায় জার্মানির সমতায় ফেরার সুবর্ণ সুযোগ।
৬৯ তম মিনিটে ফরাসিদের লিড দ্বিগুণ হতে পারতো। কিন্তু মার্কোস থুরামের কোনাকুনি শটে ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কোনো মতে ক্লিয়ার করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিছুক্ষণ পর এমবাপ্পের ফ্লিক দারুণ রিফ্লেক্সে কর্নার করে দেন তিনি।
৮৪তম মিনিটে বাম দিক দিয়ে দুর্দান্ত গতিতে আক্রমণে উঠেন কিলিয়ান এমবাপ্পে। সামনে তখন শুধুই গোলরক্ষক টের স্টেগেন। চাইলে নিজেই শট নিতে পারতেন, তবে গোল নিশ্চিত করতে আরও চতুর সিদ্ধান্ত নেন ফরাসি তারকা। নিখুঁত এক আড়াআড়ি পাস বাড়ান বিপরীত প্রান্তে থাকা মাইকেল ওলিসের উদ্দেশ্যে। সহজ টোকায় বল জালে পাঠান ওলিসে, ব্যবধান হয়ে যায় ২-০।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found