close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফলোআপ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের নাম পরিচয় পাওয়া গেছে..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
মুল সড়কের উপর ট্রাক পাকিং করে মেরামতি কাজ সারার খেসারত ৫টি জীবন নিভে গেছে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ( কোচ) ট্রাকের সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় জানা গেছে। আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ৮জন গুরুত্বরসহ এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন
 
নিহতদের মধ্যে তামান্না আক্তার (২৫) ঠাকুরগাঁও জেলা সদরের কেকে বাড়ী বাসিন্দা হাশম আলীর মেয়ে। নাবিল কোচের সুপারভাইজার আমিনুল ইসলাম (৪৭) নওগাঁ জেলা সদরের পারশিকারপুরের  মৃত আক্কাস আলীর ছেলে। এরশাদ হোসেন রাশেদ (২৫) পঞ্চগড়ের বোদার টুনি হাটের আব্দুল খালেকের ছেলে। সে একজন সেনা সদস্য। রাহাত (৩৫) ঢাকার আমিন বাজার সাভারের বাসিন্দা। আরিফ ইসলাম (২৫) ঠাকুরগাঁওয়ের ভুল্লীর বড় বালিয়ার তারিকুল ইসলামের ছেলে।
  জানা গেছে, রাস্তার উপর পার্ক করে রাখা একটি বালুবোঝাই অচল হয়ে দাড়িয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেছে স্হানীয় থানা  পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। 
 ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় টায়ার পাংচার হওয়া বালুবাহী একটি ট্রাক রাস্তার উপর (পার্ক করা) দাড়ানো অবস্হায় ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্হলে একজন নারীসহ ৩জন নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্হায় ৮জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানোর পর মারা গেছে আরো ২ জন। আহতদের রংপুর এবং দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাস এবং ট্রাক জব্দ করেছেন তারা।
###
 
لم يتم العثور على تعليقات


News Card Generator